ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

মুনতাসীর মামুনের করোনা পজিটিভ, আছেন আইসিইউতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, মে ৪, ২০২০
মুনতাসীর মামুনের করোনা পজিটিভ, আছেন আইসিইউতে

ঢাকা: ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সোমবার (৪ মে) সকালে নমুনা পরীক্ষার পর তার করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি রাজধানীর মুগদা জেনারেল কলেজ হাসপাতালের আইসিইউতে আছেন। 

সোমবার (৪ মে) দুপুরে হাসপাতালের সহকারী অধ্যাপক( সার্জারি) ডা. মাহবুবুর রহমান কচি বাংলানিউজকে বিষয়টি নিশ্চত করেন।

তিনি বলেন, গতকাল রোববার (৩ মে) সন্ধ্যায় করোনার উপসর্গ নিয়ে অধ্যাপক মুনতাসির মামুন মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন।

পরে তাকে ১২ তলায় ১২০৭ নম্বর কেবিনে রাখা হয়েছিল। আজ সকালে তার নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ আসে।

বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা ভালো বলে জানান এ চিকিৎসক।  

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মে ০৪, ২০২০
পিএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।