ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালে নার্সসহ আরও দু’জন করোনা আক্রান্ত, সুস্থ ২৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৯ ঘণ্টা, মে ৭, ২০২০
বরিশালে নার্সসহ আরও দু’জন করোনা আক্রান্ত, সুস্থ ২৬

বরিশাল: বরিশালে নতুন করে আরও দুই জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় গত ১২ এপ্রিল থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। পাশাপাশি জেলাটিতে মোট সুস্থ হয়েছেন ২৬ জন।

বুধবার (৬ মে) দিনগত রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।  

মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বুধবার গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক জন সিনিয়র স্টাফ নার্স ও বরিশাল সদর উপজেলার এক ব্যক্তির কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়।

এছাড়া নতুন করে আরও এক ব্যক্তি সুস্থ হয়েছেন।

এদিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্সের করোনা পজেটিভ হওয়ায় তার বাড়িসহ বাটাজোর বন্দর এলাকার ২৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর ও ইনডোর লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।

এদিকে বুধবার রাত ১০ টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ৫১ বছরের এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি বুধবার রাত ৯টা ১০ মিনিটে করোনা ওয়ার্ডে ভর্তি হন, পরে রাত ১০টায় তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করে আরটি পিসিআর ল্যাবে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, মে ০৭, ২০২০
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।