মাগুরা: মাগুরায় এক পুলিশ সদস্যসহ নতুন করে ৩ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পজিটিভ শনাক্ত করা হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮ জনে।
শুক্রবার (০৮ মে) দুপুরে মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে পুলিশের একজন সদস্য (২১) রয়েছেন।
তিনি আগে থেকেই পুলিশি তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টিনে আছেন। দ্বিতীয় জন শহরের কলেজপাড়ার বাসিন্দা। তার ৫২ বছর বয়স। তিনি পেশায় একজন পাট ব্যবসায়ী। আর অন্যজন জেলার শ্রীপুর উপজেলার এক কলেজছাত্রী (১৭)। আক্রান্তদের বাড়িসহ তাদের আশাপাশে তিনটি করে বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
এর আগে জেলায় আক্রান্ত ৫ জনের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়েছেন ৩ জন বলেও জানান সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা।
বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মে ০৮, ২০২০
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।