ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

‘ডাক্তারভাই’ অ্যাপের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, মে ১০, ২০২০
‘ডাক্তারভাই’ অ্যাপের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা

ঢাকা: ঘরে বসেই ‘ডাক্তারভাই’ অ্যাপের মাধ্যমে কল করে সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ পাওয়া যাচ্ছে। এ  অ্যাপের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিয়েছেন ১ লাখ ২০ হাজার মানুষ। গত এপ্রিল মাসেই প্রায় ১৪ হাজারের বেশি মানুষকে স্বাস্থ্যসেবা দিয়েছে ডাক্তারভাই অ্যাপ।

রোববার (১০ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হেলথকেয়ার ইনফরমেশন সিস্টেম লিমিটেডের হেড অব করপোরেট এস এম মঞ্জুরুল আলমের পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য পাওয়া যায়।

এতে বলা হয়, বিশেষজ্ঞ চিকিৎসকদের সচেতনতামূলক ভিডিও ও করোনা ভাইরাসের ঝুঁকি নিম্নের মত গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে এই অ্যাপে।

 

স্বাস্থ্য তথ্য সংরক্ষণ, ডাক্তারদের সঙ্গে অডিও কিংবা ভিডিও কলের মাধ্যমে পরামর্শ নেওয়া, শিশু ডাক্তারের পরামর্শ দেশজুড়ে ৩০০ এর বেশি পার্টনার হাসপাতাল ও ক্লিনিকে ৪০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এবং দুই হাজার ৫০০ এর বেশি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং সঙ্গে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের তথ্য প্রতিদিন স্বাস্থ্য সংক্রান্ত অ্যালার্ট এমনকি প্রয়োজনে স্বাস্থ্য ও জীবন বীমা সুবিধা ডাক্তার অ্যাপে আছে।

এ বিষয়ে ডাক্তারভাই’র কো-ফাউন্ডার রায়হান শামসী বলেন, কোভিড-১৯ মহামারির কারণে বাংলাদেশে বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে দেখা দিয়েছে চিকিৎসাসেবার সংকট। চলমান এ পরিস্থিতিতে করোনা ভাইরাস ও স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য জরুরি তথ্য ও পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে ডাক্তারভাই।  

তিনি বলেন, প্রতিদিন গড়ে ৪০০ এর অধিক বেশি মানুষ টেলিমেডিসিন সেবা নিচ্ছেন এ অ্যাপ থেকে। দুর্যোগের এ দিনে দেশের মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।

বিনামূল্যে এই টেলিমেডিসিন সেবাটি পাওয়ার জন্য প্লে-স্টোর(bit.ly/daktarbhaiapp) অথবা অ্যাপ স্টোর(bit.ly/iOSdaktarbhai) থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এছাড়াও ১৬৬৪৩ তে ফোন করেও ডাক্তারের পরামর্শ ও অন্যান্য স্বাস্থ্যসেবা পাওয়া যাবে।

করোনা ভাইরাসের এ ভয়াবহতা কতদিন থাকবে তা এখনও নিশ্চিত নয়। কিন্তু এ ধরনের উদ্যোগ শুধু সংকটকালীন সময়েই নয়, বরং সবসময়ের জন্যই সাধারণ মানুষ ব্যবহার করতে পারবেন। সরকার ডিজিটাল বাংলাদেশের যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন, তাতে এ ধরনের উদ্যোগ স্বাস্থ্যসেবায় যুগান্তকারী ভূমিকায় অবতীর্ন হবে, তা নিশ্চিতভাবে বলা যায়।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মে ১০, ২০২০
পিএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।