ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা: ঢাকা সিটিতে ১৪২৭, বাইরে ১২২৩ জন সুস্থ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, মে ১০, ২০২০
করোনা: ঢাকা সিটিতে ১৪২৭, বাইরে ১২২৩ জন সুস্থ

ঢাকা: ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২৩৬ জন।এ নিয়ে মোট সুস্থ হয়েছে দুই হাজার ৬৫০ জন। শুধু ঢাকা সিটির মধ্যে বিভিন্ন হাসপাতালে সুস্থ হয়েছেন এক হাজার ৪২৭ জন। ঢাকা বিভাগসহ বাইরের বিভিন্ন বিভাগের সুস্থ হয়েছেন এক হাজার ২২৩ জন।

রোববার (১০ এপ্রিল) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞতিতে বলা হয়, বাংলাদেশের সব বিভাগ মিলে কোভিড-১৯ আক্রান্ত যেসব রোগী সুস্থ হয়েছে তাদের মধ্যে ঢাকা বিভাগের হাসপাতালে সুস্থ হয়েছেন ৭১০ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৫১ জন, বরিশাল বিভাগে ৭৭ জন, রংপুর বিভাগে ৫৭ জন, খুলনা বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, সিলেট বিভাগে ১৭ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঢাকা সিটির মধ্যে বিভিন্ন হাসপাতালে সুস্থ হয়েছেন এক হাজার ৪২৭ জন। এদের মধ্যে কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে ৩৭৪ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৪৩১ জন, সংক্রামক ব্যাধি হাসপাতালে ১৩ জন, ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল ১০১ জন, উত্তরার রিজেন্ট হাসপাতালে ২৩ জন, সাজেদা ফাউন্ডেশন হাসপাতালে ৫১ জন, রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ৯৪ জন, লালকুঠির মা ও শিশু হাসপাতালে ২০ জন, মুগদা জেনারেল হাসপাতালে ১৪৮ জন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ৫৬, সম্মিলিত সামরিক হাসপাতালে ১১৬ জন।

আইইডিসিআরের তথ্য মতে, গত ২৪ নতুন করে একদিনে সর্ব্বোচ্চ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৮৮৭ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৫৭ জনে। আর ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২২৮ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ৩৬টি ল্যাবরেটরিতে নমুনা সংগ্রহ করা হয়েছে ৫ হাজার ৬৪২টি। পরীক্ষা করা হয়েছে ৫ হাজার ৭৩৮টি। মোট পরীক্ষা করা হয়েছে ১ লাখ ২২ হাজার ৬৫৭টি।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ১০, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।