ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

স্বাস্থ্যের ডিজি ছুটিতে, দায়িত্বে নাসিমা সুলতানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, মে ১২, ২০২০
স্বাস্থ্যের ডিজি ছুটিতে, দায়িত্বে নাসিমা সুলতানা ডা. আবুল কালাম আজাদ ও অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ঢাকা: স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এক টানা দীর্ঘদিন কাজ করার ফলে শারীরিকভাবে ক্লান্তি আসায় ছুটি নিয়ে বাড়িতে বিশ্রামে রয়েছেন। আর তার স্থলে ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানাকে।

মঙ্গলবার (১২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বাংলানিউজকে বলেন, তিনি ( মহাপরিচালক) শারীরিকভাবে অসুস্থ থাকায় ছুটিতে রয়েছেন।

উনার স্থানে আমি কাজ করছি। তবে তিনি কত দিনের ছুটিতে আছেন বা কবে যোগদান করবে এমন প্রশ্ন তিনি এড়িয়ে যান।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে বাসায় ‘আইসোলেশনে’ রয়েছেন এমন খবর প্রকাশ পায়।

এ বিষয়ে দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মে ১২, ২০২০
পিএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।