ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

৪৮ পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, মে ১৩, ২০২০
৪৮ পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত

ঢাকা: তৈরি পোশাক শিল্পে এখন পর্যন্ত ৪৮ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। করোনা উপসর্গ পাওয়া গেছে এমন ৫৫ জন শ্রমিকের নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া গেছে। আক্রান্ত শ্রমিকদের চিকিৎসা দিতে বাংলাদেশ পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কয়েকটি টিম কাজ করছে। 

মঙ্গলবার (১২ মে) বিজিএমইএ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজিএমইএ সূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত করোনা উপসর্গ পাওয়া গেছে এমন ৫৫ (৪৩ জন পুরুষ ও ১২ জন নারী) জন শ্রমিকের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এর মধ্যে ৪৮ জন শ্রমিকের শরীরে করোনা সংক্রমণ উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে একজন সুস্থ হয়েছেন, একজন সুস্থ হওয়ার পথে আর ৫ জনের শরীরে করোনা উপস্থিতি পাওয়া যায়নি।

অন্যদিকে, কারখানাগুলোয় করোনা আক্রান্তের তথ্য সংগ্রহ ও শ্রমিকদের চিকিৎসা দিতে বিজিএমইএ’র কয়েকটি টিম কাজ করছে।

এর আগে, গত ২৮ এপ্রিল তৈরি পোশাক কারখানায় প্রথম একজনের শরীরে করোনার উপসর্গ পাওয়া যায়। পরের দিন ২৯ এপ্রিল দুইজন, ২ মে ছয়জন, ৩ মে তিনজন, ৪ মে দুইজন, ৫ মে একজন, ৬ মে ১২ জন, ৭ মে একজন, ১০ মে ১৫ জন, ১১ মে দুইজন ও ১২ মে ১০ জনের মধ্যে করোনা উপসর্গ দেখা যায়। এরমধ্যে ১২ মের ১০ জনের মধ্যে ৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ০২২৮ ঘণ্টা, মে ১৩, ২০২০
ইএআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।