ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

না’গঞ্জ করোনা হাসপাতালে সুস্থ হলেন আরও ৮ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মে ১৩, ২০২০
না’গঞ্জ করোনা হাসপাতালে সুস্থ হলেন আরও ৮ জন ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ করোনা ভাইরাস চিকিৎসা হাসপাতালে (খানপুর তিনশ’ শয্যা হাসপাতাল) আরও আটজন আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বুধবার (১৩ মে) সন্ধ্যায় এ তথ্য জানান হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্ববধায়ক ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয়। এর আগে ১০ মে সাতজন আক্রান্ত রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছিলেন।

ডা. সঞ্চয় জানান, ‘আজ হাসপাতালে থেকে আটজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা সুস্থ হয়েছেন এবং পরপর দু’বার তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে। এর আগে ১০ মে হাসপাতালে সাতজনকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। বর্তমানে হাসপাতালে আরও ৭৩ জন আক্রান্ত রোগী ভর্তি আছেন। তারা সবাই ভালো আছেন। ’

তিনি বলেন, ‘এখানে রোগীদের আইসোলেট করে আলাদা আলাদাভাবে রাখা হয়েছে এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা ২৪ ঘণ্টাই তাদের চিকিৎসা সেবা দিচ্ছেন। ইনডোর, আউটডোর সবখানেই আমাদের ডাক্তার নার্সরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। ’

নারায়ণগঞ্জ করোনা হাসপাতালের কর্মরত রয়েছেন মোট ৩২৯ জন স্বাস্থ্যকর্মী। তাদের মধ্যে ৩৮ জন ডাক্তার, ১৬৪ জন নার্স এবং ১২৭ জন স্টাফ রয়েছেন। ইতোমধ্যে এ হাসপাতালে সেবা দিতে গিয়ে এখানে ৪৮ জন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মে ১৩, ২০২০
এমআরপি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।