ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৯২৯ জন: সিজিএস

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, মে ১৪, ২০২০
করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ৯২৯ জন: সিজিএস ছবি: প্রতীকী

ঢাকা বিশ্ববিদ্যালয়: করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে বাংলাদেশে ১ মার্চ থেকে এখন পর্যন্ত ৯২৯ জনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ (সিজিএস)।

বৃহস্পতিবার (১৪ মে) প্রতিষ্ঠানটির গবেষণা সহযোগী জিএম আরিফুজ্জামান ও হুমায়ূন বাংলানিউজকে এ তথ্য জানান।

তারা বলেন, ‘করোনা ভাইরাস সংক্রমণকালে আমরা দেশের প্রিন্ট ও অনলাইন মিলে ২৫টি পত্রিকা পর্যবেক্ষণ করে এ প্রতিবেদন তৈরি করেছি।

এখানে পহেলা মার্চ থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে যারা মারা গেছেন, তাদের হিসাব করা হয়েছে। ’

ইউএনডিপির আর্থিক সহায়তায় বাংলাদেশ পিস অবজারভেটরি এবং সিজিএস মঙ্গলবার (১৩ মে) প্রতিবেদনটি প্রকাশ করে।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মে ১৪, ২০২০
এসকেবি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।