ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দেশে কোয়ারেন্টিনে আছেন ৪৬০১৪ জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, মে ১৪, ২০২০
দেশে কোয়ারেন্টিনে আছেন ৪৬০১৪ জন

ঢাকা: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হোম কোয়ারান্টিনে আছেন ২ হাজার ৬৫৫ জন। হাসপাতাল ও অন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন এসেছেন ৩৭৩ জনসহ মোট ৩ হাজার ৩১ জন। অদ্যাবদি মোট কোয়ারেন্টিনে এসেছেন ২ লাখ ৩০ হাজার ৬৭৩ জন। পাশাপাশি কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন ১ লাখ ৮৪ হাজার ৬৫৯ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৪৬ হাজার ১৪ জন।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞতিতে বলা হয়, করোনা ভাইরাস মোকাবিলায় সারাদেশে ৬৪ জেলায় ৬১৭টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য প্রস্তুত।

তাৎক্ষণিকভাবে সব প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে সেবা দেওয়া যাবে ৩১ হাজার ১৬৫ জনকে।

বিজ্ঞতিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২০১ জন। বর্তমানে আইসোলেশন রয়েছেন ২ হাজার ৫৭০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্তকরণে নমুনা সংগ্রহ করা হয়েছে আরও ৭ হাজার ৮৩৭টি। এরমধ্যে পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৩৯২টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ৫১ হাজার ৯৩০টি।

হিসাব মতে, দেশে গত একদিনে অর্থাৎ শেষ ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৪১ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নতুন করে মৃত্যু হয়েছে ১৪ জনের। মোট শনাক্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন। মোট মৃত্যু হয়েছে ২৮৩ জনের।

ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৪২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৬০৩ জন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, মে ১৪, ২০২০
পিএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।