ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেক করোনা ইউনিটে শিশুদের জন্য আলাদা ওয়ার্ড 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, মে ১৬, ২০২০
ঢামেক করোনা ইউনিটে শিশুদের জন্য আলাদা ওয়ার্ড 

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (করোনা ইউনিট-১) বার্ন ইউনিটে শিশুদের জন্য দেশের প্রথম করোনা ওয়ার্ড চালু করা হয়েছে। দ্বিতীয় তলায় ১৮ বেডের হাই ডিপেন্ডেন্সি ইউনিটটি (এইচডিইউ) করোনা আক্রান্ত শিশুদের জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানা যায়।

শুক্রবার (১৫ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের উপ-পরিচালক আলাউদ্দিন আল আজাদ।

তিনি বলেন, ২ মে থেকে ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিটে করোনা আক্রান্ত রোগীদের ভর্তি কার্যক্রম শুরু হয়।

সাসপেক্টেড রোগীর পাশাপাশি করোনা আক্রান্ত রোগীরাও ভর্তি হতে থাকেন। সাসপেক্টেড ও আক্রান্ত রোগীদের দু’টি ভাগ করে রাখা হয়।

‘এক পর্যায়ে আমরা চিন্তা করলাম শিশুদের জন্য একটি আলাদা ওয়ার্ড খোলা দরকার। এই সিদ্ধান্ত মোতাবেক বার্ন ইউনিটের দ্বিতীয় তলায় ১৮ বেডের হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিইউ) পুরোটাই শিশুদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। আক্রান্ত কোনো শিশু এলেই ওইখানে ভর্তি হয়ে চিকিৎসা নেবে। ’

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, মে ১৬, ২০২০
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।