ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

খুলনায় করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, মে ১৮, ২০২০
খুলনায় করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু ছবি: প্রতীকী

খুলনা: খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে কবিতা মন্ডল (৫৫) নামের এক নারী মারা গেছেন।

সোমবার (১৮ মে) বিকেল ৪ টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি খুলনার বটিয়াঘাটা উপজেলার শুকদারা গ্রামের বাসিন্দা।

খুমেক হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. শৈলেনন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘কবিতা মন্ডল আজ সকালে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে ভর্তি হওয়ায় আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছিল। বিকেল ৪ টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উপসর্গ থাকায় মৃত্যুর আগেই পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামীকাল ফলাফল পাওয়া যাবে। ’

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, মে ১৮, ২০২০
এমআরএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।