ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

না'গঞ্জে করোনা আক্রান্ত ১২৫ পরিবারে পৌঁছালো সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, মে ১৯, ২০২০
না'গঞ্জে করোনা আক্রান্ত ১২৫ পরিবারে পৌঁছালো সহায়তা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত ১২৫ পরিবারের কাছে পৌঁছেছে সরকারি আর্থিক সহায়তা।

মঙ্গলবার (১৯ মে) স্বেচ্ছাসেবী সংগঠন এহসানের সমন্বয়ক রোমান চৌধুরী সুমন এ তথ্য জানান।  

এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১২৫ করোনা আক্রান্ত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা পৌঁছে দেয় এহসান পরিবারের সদস্যরা।

রোমান চৌধুরী বাংলানিউজকে জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪০ করোনা আক্রান্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য বলা হলে আমাদের স্বেচ্ছাসেবকরা তাতে আগ্রহী হন। ১৪০ পরিবারের মধ্যে করোনায় মারা যাওয়া ৪০ পরিবারের কাছে ৫ হাজার টাকা করে ও করোনা আক্রান্ত ১০০ ব্যক্তির কাছে ৩ হাজার করে টাকা দেওয়া হয়েছে। এদের মধ্যে ১৫ পরিবারের সদস্যরা টাকা গ্রহণ করেননি। তাদের টাকা জেলা প্রশাসনের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।  

তিনি জানান, এ কাজে আমাদের স্বেচ্ছাসেবকরা সরাসরি আক্রান্তদের সম্মুখে গিয়েছেন তাদের স্বাক্ষর নিয়েছেন ও সরাসরি আক্রান্ত এবং তাদের পরিবারের সঙ্গে কাজ করেছেন। এসব স্বেচ্ছাসেবকরা নিয়মিত গরম পানির ভাপ নিয়েছেন ও গরম পানি খেয়েছেন এবং কোনো উপসর্গ দেখা দিলে ওষুধ গ্রহণ করেছেন। এতে তারা সবাই সুস্থ আছেন।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মে ১৯, ২০২০
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।