ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

খুলনায় একই পরিবারের তিনজনসহ ২৪ জনের করোনা শনাক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, মে ৩১, ২০২০
খুলনায় একই পরিবারের তিনজনসহ ২৪ জনের করোনা শনাক্ত

খুলনা: খুলনায় দিনদিন বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। রোববার (৩১ মে) খুলনা মেডিক্যাল কলেজে (খুমেক) পিসিআর ল্যাবে একই পরিবারের ৩ জনসহ ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এটা খুমেক ল্যাবের এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড।

রোববার মোট ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ১৬৫ জনের নেগেটিভ আর সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ২৪ জনের দেহে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে।

খুলনা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, খুমেকের পিসিআর ল্যাবে রোববার সর্বমোট ১৮৯টি নমুনা সংগ্রহ করা হয়।

শুধুমাত্র খুলনায় ছিল ৩৪ টি নমুনা সংগ্রহ। পজেটিভ রিপোর্ট আসে ২৪ টির।

তিনি জানান, খুলনায় আক্রান্তদের মধ্যে ৫ জনই মহানগরীর বাসিন্দা। তাদের মধ্যে তিনজনই একই পরিবারের সদস্য। তারা মহানগরীর শেখপাড়া এলাকার বাসিন্দা। তারা সম্পর্কে স্বামী (৪৫)-স্ত্রী (৩২) ও সন্তান (১১)।  একজন নগরীর জোড়াগেট এলাকার বাসিন্দা (২৫), আরেকজন লবণচরা এলাকার বাসিন্দা (৪৮)।  অপরজন দাকোপ উপজেলার চুনকুড়ি এলাকার এক নারী (২৩)।  এছাড়াও খুমেকের ল্যাবে বাগেরহাট জেলার ফকিরহাটের ২ জন, ঝিনাইদহ জেলার ৫ জন, যশোর জেলার ২ জন, নড়াইল জেলার ৪ জন ও মাগুরা জেলার ৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

খুমেক সূত্রে জানা যায়, এ পর্যন্ত ৬৩৭৪টি নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২০১ জনের। এর মধ্যে খুলনার রোগী ৮৪ জন। এ পর্যন্ত খুলনা জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট চারজনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, মে ৩১, ২০২০
এমআরএম/আরআইএস/ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।