ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বরিশালে নতুন ৫১ জনের করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৫ ঘণ্টা, জুন ১২, ২০২০
বরিশালে নতুন ৫১ জনের করোনা শনাক্ত

বরিশাল: চিকিৎসক, নার্স ও পুলিশের সদস্যসহ বরিশালে নতুন করে ৫১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল জেলায় মোট ৮১০ জনের করোনা শনাক্ত হলো।

এছাড়া বৃহস্পতিবার (১১ জুন) ২ জন করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছে। ফলে এ পর্যন্ত বরিশাল জেলায় মোট ১২৭ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

অপরদিকে ৯ জুন ভোরে আনোয়ার হোসেন নামে মৃত্যু হওয়া চিকিৎসকের নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসায় এ জেলায় মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১০ জনে। মৃত আনোয়ার হোসেন বরিশাল নগরের বেসরকারি রাহাত আনোয়ার হাসপাতালের পরিচালক ছিলেন।

বৃহস্পতিবার (১০ জুন) দিনগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, বরিশাল জেলায় নতুন আক্রান্ত ৫১ জনের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৩ জন সদস্যসহ শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ৩ জন নার্স, ১ জন মেডিক্যাল টেকনোলজিস্ট, ২ জন স্টাফ, জেনারেল (সদর) হাসপাতালের ১ জন চিকিৎসক রয়েছেন।

বাকিদের মধ্যে বরিশাল নগরের হাটখোলা, বাজাররোড, আলেকান্দা, ভাটিখানা, বটতলা, সাগরদী, রুপাতলী, মুন্সী গ্যারেজ, কাউনিয়া, পলাশপুর, হাসপাতাল রোড, চাঁদমারি, কাশিপুর, বগুরা রোড, ফকিরবাড়ি, মেডিক্যাল স্টাফ কোয়ার্টার এলাকার ২০ জন রয়েছেন।

অপরদিকে বাবুগঞ্জ, বানারীপাড়া, উজিরপুর, বাকেরগঞ্জ, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার ২১ জন রয়েছেন। এর মধ্যে মেহেন্দিগঞ্জ উপজেলায় ১ জন পুলিশ সদস্য রয়েছেন।

বরিশারের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই নতুন শনাক্ত হওয়া ওই ৫১ জন ব্যক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে।

বরিশাল জেলায় মোট আক্রান্তদের মধ্যে ২১৭ জন নারী ও ৫৯৩ জন পুরুষ রয়েছেন। যাদের মধ্যে শূন্য থেকে ২০ বছর পর্যন্ত ৪৪ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত ৬২১ জন এবং পঞ্চাশোর্ধ ১৪৫ জন ব্যক্তি রয়েছে।

এছাড়া গোটা জেলার মধ্যে এ পর্যন্ত বরিশাল নগরে ৬২৯ জন, সদর উপজেলায় ১৬ জন, বাবুগঞ্জে ৩২ জন, উজিরপুরে ২৯ জন, মেহেন্দীগঞ্জে ১৫ জন, বাকেরগঞ্জে ২৬ জন, হিজলায় ৬ জন, মুলাদীতে ১২ জন, বানারীপাড়ায় ১৯ জন, আগৈলঝাড়ায় ১০ জন এবং গৌরনদীতে ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়।

বাংলাদেশ সময়: ০৩২৩ ঘণ্টা, জুন ১২, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।