ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

‘শিশুরা গৃহবন্দি, তাদের সঙ্গে গুণগত সময় কাটাবেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, জুন ১২, ২০২০
‘শিশুরা গৃহবন্দি, তাদের সঙ্গে গুণগত সময় কাটাবেন’ ছবি: সংগৃহীত

ঢাকা: করোনা মহামারির কারণে আমাদের শিশুরা অনেকদিন ধরেই গৃহবন্দি হয়ে আছে। গৃহবন্দি থাকতে থাকতে তাদের মেজাজের পরিবর্তন হতে পারে। তাই শিশুদের সঙ্গে গুণগত সময় কাটানোর পরামর্শ দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ কথা বলেন।

মঙ্গলবার (১২ জুন) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, গৃহবন্দি থাকতে থাকতে শিশুদের মেজাজের পরিবর্তন হতে পারে।

তারা যেন উত্তেজিত না হয়ে যায়। বিষয়টা তাদের বোঝানো এবং তারা যেন স্বাস্থ্যবিধিগুলো মেনে নিতে অভ্যস্ত হয়ে যায় সে বিষয়ে পিতা-মাতা বা অভিভাবক যারা আছেন, তারা খেয়াল রাখবেন।

পিতা মাতা বা অভিভাবকদের উদ্দেশে নাসিমা সুলতানা বলেন, আমাদের শিশুরা অনেকদিন ধরেই গৃহবন্দি হয়ে আছে। আপনারা তাদেরকে যেন বিশেষভাবে যত্ন নেন। তাদের জন্য ঘরে থাকাটা আনন্দময় করার জন্য যে সকল ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেবেন। তাদের পাঠদান কীভাবে আনন্দময় করা যায়, সেভাবেই আপনারা ব্যবস্থা নেবেন।

তিনি বলেন, বয়স্কদের প্রতি খেয়াল রাখতে হবে। বয়স্কসহ যাদের মধ্যে আগে থেকে দীর্ঘমেয়াদি রোগ আছে, তারা যেন চিকিৎসকের পরামর্শ নেন। এক্ষেত্রে করোনা ভাইরাসে সংক্রমিত হলেও মৃত্যুর আশঙ্কা কমে যাবে।

তিনি আরো বলেন, মাস্ক পরবেন, বারবার হাত ধোবেন, শারীরিক দূরত্ব বজায় রাখবেন। তিনটি বিষয় অবশ্যই পালন করতে হবে। এছাড়া যে সকল স্বাস্থ্যবিধি আছে সেগুলো মেনে চলবেন।

স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচাল বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১০৯৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩৪৭১ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৫২৩ জনে।

তিনি বলেন, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫০২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১৭ হাজার ২৪৯ জন।

তিনি আরো বলেন, দেশে গত ২৪ ঘণ্টায় ৫৯টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬ হাজার ৯৫০টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৯৯০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে চার লাখ ৭৩ হাজার ৩২২টি।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুন ১২, ২০২০
পিএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।