ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে করোনা ভাইরাসে মৃত্যু বেড়ে ৪৬

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জুন ১৩, ২০২০
সিলেটে করোনা ভাইরাসে মৃত্যু বেড়ে ৪৬ ছবি: প্রতীকী

সিলেট: সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যু বেড়েই চলেছে। বিভাগে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ২৫০ জন। এর মধ্যে শুধু সিলেট জেলাতেই রয়েছেন ১ হাজার ৩১০ জন। বিভাগে এ রোগে মৃত্যু হয়েছে মোট ৪৬ জনের।

এর মধ্যে শনিবার (১৩ জুন) মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন আরও দু’জন। বিভাগে মৃত ৪৬ জনের মধ্যে ৩৫ জনই সিলেট জেলার।

অপর ১১ জনের মধ্যে সুনামগঞ্জ ও মৌলভীবাজার চারজন করে এবং হবিগঞ্জ জেলায় তিনজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বাংলানিউজকে বলেন, নতুন করে মারা যাওয়া দুই জনই সিলেট জেলার বাসিন্দা। তাদের একজন শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. জন্মময় দত্ত বাংলানিউজকে জানান, হাসপাতাল আইসোলেশনে সাবা (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। । তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তবে মারা যাওয়া অপরজন এ হাসপাতালের নয়। শনিবার হাসপাতাল থেকে আরও ছয়জন সুস্থ হয়ে বিদায় নিয়েছেন। এ নিয়ে সুস্থ হয়েছেন ৪৫১ জন।

এছাড়া, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে মৌলভীবাজারে দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, সানুর মিয়া (৩০) ও লাল মিয়া (৭৩)। গত ১২/১৩ দিন ধরে তারা শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুন ১৩, ২০২০
এনইউ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।