ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

কক্সবাজার সদর হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জুন ২২, ২০২০
কক্সবাজার সদর হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন শুরু স্থাপন করা হচ্ছে লিকুইড সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সুবিধার পর এবার কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থাপন করা হচ্ছে লিকুইড সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্ট। এই প্ল্যান্ট থেকে ২৫০ শয্যার পুরো হাসপাতালেটিতে অক্সিজেন সরবরাহ করা হবে।

আন্তর্জাতিক দাতা সংস্থা ইউনিসেফ ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে দেশের কোনো জেলা সদর হাসপাতালে এটি হচ্ছে প্রথম সেন্ট্রাল অক্সিজেন স্থাপন প্রকল্প।

সোমবার (২২ জুন) হাসপাতালের উত্তর গেইটে এ প্ল্যান্ট স্থাপনের কাজ শুরু করা হয়।

প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ও বাংলাদেশ সরকার যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করছে। তবে কবে নাগাদ এ প্রকল্পের কাজ শেষ হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

দাতা সংস্থার পক্ষে কাজের তদারকি করছেন কক্সবাজার সিভিল অফিসের স্বাস্থ্য সমন্বয়ক ডা. জামশেদুল হক।

তিনি জানান, প্ল্যান্টটি বাস্তবায়নে বিদেশ থেকেও অনেক সরঞ্জাম আমদানি করতে হবে। তাই কখন শেষ করা যাবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এই প্রকল্পের কাজ শেষ হলে এখান থেকে পুরো হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা যাবে।

এর আগে গত শনিবার (২০ জুন) কক্সবাজার জেলা সদর হাসপাতালে ১৮ শয্যার বহুল আকাঙ্ক্ষিত আইসিও ও এইচডিও এর উদ্বোধন করা হয়েছে। ১০ ভেন্টিলেটর সুবিধাসহ এই আইসিইউ সুবিধার কারণে মহামারিতে করোনারোগীদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুন ২২, ২০২০
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।