ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

দেশে করোনায় সুস্থতার সংখ্যা লাখ ছাড়িয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
দেশে করোনায় সুস্থতার সংখ্যা লাখ ছাড়িয়ে

ঢাকা: ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন চার হাজার ৯১০ জন। অর্থাৎ এ দিন করোনায় আক্রান্ত থেকে সুস্থ হওয়ার সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। সবমিলে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ তিন হাজার ২২৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৪ দশমিক ৩১ শতাংশ।

গত সাত দিনের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, মঙ্গলবার (১৪ জুলাই) সুস্থ হয়েছেন চার হাজার ৯১০ জন। ১৩ জুলাই সুস্থ হয়েছেন চার হাজার ৭০৩ জন, ১২ জুলাই সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৫৮০ জন, ১১ জুলাই সুস্থ হয়েছেন এক হাজার ৬২৮ জন, ১০ জুলাই সুস্থ হয়েছেন এক হাজার ৮৬২ জন, ৯ জুলাই সুস্থ হয়েছেন তিন হাজার ৭০৬ জন, ৮ জুলাই সুস্থ হয়েছেন দুই হাজার ৭৩৬ জনসহ মোট ২৫ হাজার ১২৫ জন।

এর আগে ২৫ জুন এক দিনে সুস্থ হয়েছেন এক হাজার ৮২৯ জনসহ মোট ৫১ হাজার ৪৯৫ জন। এ দিনেই আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। অর্থাৎ গত ২০ দিনে সুস্থ হয়েছেন ৫০ হাজারের অধিক মানুষ।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটায় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ২৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ১৬৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯০ হাজার ৫৭ জনে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
পিএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।