ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে প্রথম করোনা রোগীর মৃত্যু, মোট আক্রান্ত ২৯১

 ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
চাঁপাইনবাবগঞ্জে প্রথম করোনা রোগীর মৃত্যু, মোট আক্রান্ত ২৯১ প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন এক করোনা রোগীর শ্বাসকষ্ট শুরু হলে শনিবার (১৮ জুলাই) সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউডিতে স্থানান্তরের পর শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মারা যান তিনি।

রোববার সকাল ৯টায় স্বাস্থ্যবিধি মেনে গ্রামের বাড়ি নওগাঁ জেলার পোরশায় তাকে দাফন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নেসকো চাঁপাইনবাবগঞ্জের প্রকৌশলী মো. শরিফুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জে এই প্রথম করোনা রোগীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।     

তিনি বলেন, জেলায় বর্তমানে ২৯১ জন করোনা রোগী রয়েছে। সুস্থ হয়েছেন ১২০ জন। বর্তমানে চিকিৎসাধিন রোগী ১৭১ জন।  

তিনি আরও বলেন, গত ১০ দিনে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ১৭২ জন। বর্তমানে জেলার মানুষ চরম ঝুঁকির মধ্যে পড়েছে। আগামীতে আরও বেশি আক্রান্তের আশঙ্কা রয়েছে। আক্রান্তরা সবাই নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে আছেন। আগামীতে কোরবানির ঈদে আবারও হয়তো সংক্রমণের হার আশঙ্কাজনক হারে বাড়তে পারে। সবাইকে সচেতন হয়ে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানান সিভিল সার্জন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ১৯, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।