ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনা মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে সুরক্ষা সামগ্রী দিল যুক্তরাষ্ট্র

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জুলাই ২১, ২০২০
করোনা মোকাবিলায় সশস্ত্র বাহিনীকে সুরক্ষা সামগ্রী দিল যুক্তরাষ্ট্র সুরক্ষা সামগ্রী।


ঢাকা: ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে কোভিড-১৯ মোকাবিলার প্রচেষ্টায় সহায়তা স্বরূপ ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে। এটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে পিপিই সহায়তা দেওয়ার পরিকল্পিত কার্যক্রমের ষষ্ঠতম অনুদান।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ডের দূতাবাস প্রতিনিধিরা বাংলাদেশের কোভিড-১৯ মোকাবিলায় অব্যাহত সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে (এএফডি) বিতরণের জন্যে অত্যাবশ্যকীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) লেফটেন্যান্ট জেনারেল মো. মাহফুজুর রহমানের কাছে হস্তান্তর করেন।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট, ইউএসএআইডি, ডিফেন্স অ্যান্ড এগ্রিকালচার ডিপার্টমেন্ট এবং সেন্টারস অফ ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মাধ্যমে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে ৫৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে।

যুক্তরাষ্ট্র দূতাবাস যে অনুদান সরঞ্জামগুলো হস্তান্তর করেছে তার মধ্যে রয়েছে ১,২০০টি কেএন৯৫ সার্জিক্যাল মাস্ক, ধুয়ে পুনরায় ব্যবহারযোগ্য আট হাজার ফেসমাস্ক, ২০০-মিলিলিটারের তিন হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার, নয় হাজার জোড়া সার্জিক্যাল গ্লাভস, ৬শ পুনরায় ব্যবহারযোগ্য হ্যাজম্যাট স্যুট, ১শ ডিসপোজেবল হ্যাজম্যাট স্যুট, এবং ৫শ মুখমণ্ডল ঢাকার শিল্ড, সবগুলো উপকরণ যুক্তরাষ্ট্র স্থানীয়ভাবে বাংলাদেশি কোম্পানিগুলোর কাছ থেকে কিনেছে। এএফডির সদস্যরা বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলায় প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে প্রথম সারির একটি গুরুত্বপূর্ণ অংশ। এএফডির সদস্যরা কোভিড-১৯ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তারা কোভিড-১৯ আক্রান্ত জনসাধারণকে সামরিক হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়াসহ সারাদেশে জনগণ ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে সহায়তা করছে। যুক্তরাষ্ট্র দূতাবাসের দেওয়া এই পিপিই অনুদান সশস্ত্র বাহিনী বিভাগের চিহ্নিত ফার্স্ট রেসপন্ডারদের (প্রথম সাড়াদানকারী) নিজেদের সুরক্ষিত রেখে বাংলাদেশের জনগণকে নিরাপদ ও নিরাপত্তা সেবা দেওয়া নিশ্চিত করবে।

কোভিড-১৯ প্রাদুর্ভাবের পর থেকে যুক্তরাষ্ট্রের সরকার এই মহামারি মোকাবিলায় স্টেট ডিপার্টমেন্ট ও ইউএসএআইডির মাধ্যমে বিশ্বব্যাপী জরুরি স্বাস্থ্য, মানবিক, অর্থনৈতিক ও উন্নয়ন সহায়তা কর্মকাণ্ডে সরকার, আন্তর্জাতিক সংস্থা ও এনজিওদের সহায়তা করতে ১ দশমিক ৫ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস বাংলাদেশের সংস্থাগুলোকে সহায়তা করছে, যা বিগত ২০ বছরে দেওয়া এক বিলিয়ন ডলারেরও বেশি স্বাস্থ্য সহায়তার সঙ্গে যুক্ত হচ্ছে। এই অর্থ সহায়তা বাংলাদেশের সব মানুষের জন্য মানসম্পন্ন জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের বিষয়টিই জোরালোভাবে তুলে ধরে।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, জুলাই ২১, ২০২০

টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।