ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঈদে রোগীর সেবায় কোনো ঘাটতি হবে না

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
ঈদে রোগীর সেবায় কোনো ঘাটতি হবে না ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন

ঢাকা: এবারের ঈদেও করোনা ভাইরাসের কারণে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সব ডাক্তার, নার্সসহ কর্মচারীদের ছুটি স্থগিত করা হয়েছে। ঈদের দু’দিন হাসপাতালটির বহির্বিভাগ বন্ধ থাকলেও ২৪ ঘণ্টা জরুরি বিভাগ চালু থাকবে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে তার অফিস কক্ষে উপস্থিত সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

নাসির উদ্দিন বলেন, এখনও অসংখ্য করোনা রোগী এখানে ভর্তি রয়েছে। এজন্য এবারের ঈদে হাসপাতাল সংশ্লিষ্ট সবার ছুটি স্থগিত করা হয়েছে। কোরবানির ঈদ উপলক্ষে হাসপাতালে ডিউটির নতুন রোস্টার তৈরি করা হয়েছে। করোনার জন্য এবার ঈদে কোনো ছুটি নেই।

তিনি বলেন, হাসপাতালের প্রতি সরকারের নরমাল নির্দেশনা রয়েছে। ঈদের আগের দিন ও ঈদের দিন মোট দু’দিন হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকবে। এরপর থেকে আবার নিয়মিত রোগী দেখা শুরু হবে বহির্বিভাগে। তবে জরুরি বিভাগে রোগী দেখা ও ভর্তি রোগীদের চিকিৎসা চলবে। রোগীর সেবায় কোনো ঘাটতি হবে না।

এবারের ঈদেও থাকছে করোনা আক্রান্ত রোগী ও সাধারণ রোগীদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা। প্রতি ঈদের চাইতে এবার ঈদে খাবারের ভিন্নতা থাকবে। করোনা রোগীদের জন্য আগে প্রতিদিন ২৪০ টাকা করে খাবারের বরাদ্দ ছিল। এটিকে এখন ৩০০ টাকা করে করা হচ্ছে। আগে এক বেলায় দুধ ও ডিম দেওয়া হতো। সেটি এখন তিন বেলায় দেওয়া হবে। ছোট রুটির প্যাকেট একটির বদলে এখন থেকে দু’টি করে দেওয়া হবে বলে জানান পরিচালক।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০২০
এজেডএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।