ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

চীনের ভ্যাকসিনের ট্রায়াল, পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, আগস্ট ৪, ২০২০
চীনের ভ্যাকসিনের ট্রায়াল, পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার

ঢাকা: বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদের উপর করোনার ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল করতে প্রস্তাব দিয়েছিল চীনের বেসরকারি কোম্পানি ‘সাইনোভ্যাট’। সেই প্রস্তাব পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান একথা জানান।

তিনি বলেন, তৃতীয় পর্যায়ে ট্রায়ালের জন্য অন্তত ৪২শ লোকবলের প্রয়োজন। বাংলাদেশের কোভিড স্বাস্থ্যকেন্দ্রে এই সংখ্যক কর্মী রয়েছে। এজন্য তারা বাংলাদেশকে বেছে নিয়েছে।  

প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালের সময় চীনে রোগীর সংখ্যা কমে গেছে। এটি বাংলাদেশের জন্যও আশার কথা বলে জানান সচিব।

তারা আইসিডিডিআর,বি এর মাধ্যমে এই প্রস্তাব দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।