ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সরকারি কর্মচারী হাসপাতালকে ন্যাজাল ক্যানোলা দিল বিদ্যুৎ বিভাগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২০
সরকারি কর্মচারী হাসপাতালকে ন্যাজাল ক্যানোলা দিল বিদ্যুৎ বিভাগ সরকারি কর্মচারী হাসপাতালে ৫শ’ এন৯৫ মাস্ক ও একটি হাই-ফ্লো ন্যাসাল ক্যানোলা দিয়েছে বিদ্যুৎ বিভাগ

ঢাকা: করোনা চিকিৎসায় রাজধানীর ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী হাসপাতালে ৫শ’ এন৯৫ মাস্ক ও শ্বাসকষ্টে ভোগা কোভিড-১৯ রোগীদের জন্য একটি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুনের দপ্তরে তার কাছে এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন বিদ্যুৎ বিভাগের সচিব সুলতান আহমেদ।

অনুষ্ঠানে জানানো হয়, সরকারি কর্মচারী হাসপাতালটি কোভিড-১৯ চিকিৎসার জন্য ব্যবহার করা হচ্ছে। সরকারি কর্মচারী নাম হলেও জনসাধারণের সেবার জন্য খোলা রয়েছে এ হাসপাতাল।

হস্তান্তর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সচিব বলেন, ‘আমরা সরকারি কর্মচারী হাসপাতালে একটি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা ও ৫শ’ এন-৯৫ মাস্ক হস্তান্তর করছি। বিদ্যুৎ বিভাগ ও অধীন কোম্পানিগুলোর কোম্পানিগুলোর সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) থেকে কোভিড প্রশমন উদ্যোগের অংশ হিসেবে আমরা এ উপকরণ সরকারি কর্মচারী হাসপাতালকে দিচ্ছি। ’

তিনি বলেন, ‘আমাদের বিদ্যুৎ বিভাগে জেনারেশন, ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশনের জন্য প্রায় ১৮টি সংস্থা, এজেন্সি ও কোম্পানি রয়েছে। সিএসআরের আওতায় আমরা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৬ কোটি টাকা দিয়েছি। ’

এদিকে, সরকারি কর্মচারী হাসপাতালকে মাস্ক ও হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা দেওয়ায় জনপ্রশাসন সচিব বিদ্যুৎ বিভাগকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘এসব সুরক্ষা সামগ্রী পেয়ে চিকিৎসা সেবায় রোগীদের সুবিধা আরও বাড়বে। ’

অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২০
এমআইএইচ/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।