ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনার টিকা নিলেন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তা দম্পতি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
করোনার টিকা নিলেন ঢামেকের প্রশাসনিক কর্মকর্তা দম্পতি ঢামেকের সহকারী পরিচালক (অর্থ) ডা. আশরাফুল আলম/ ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা মেডিক্যালের প্রশাসনিক কর্মকর্তা স্বামী-স্ত্রী করোনার টিকা নিয়েছেন। তারা হলেন- সহকারী পরিচালক (অর্থ) ডা. আশরাফুল আলম ও স্ত্রী সহকারী পরিচালক (প্রশাসন) ডা. হালিমা সুলতানা।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢামেকের নির্দিষ্ট স্থানে স্বামী-স্ত্রী করোনা টিকা নেন।

টিকা নেওয়ার পর আশরাফুল আলম জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে স্বামী-স্ত্রী দুপুরে একসঙ্গে টিকা নিয়েছি। টিকা নেওয়ার পর পরই আমরা আবারও অফিস করা শুরু করেছি। আমরা দুজনেই ভালো আছি।

ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাজমুল হক জানান, সকাল দশটা থেকে টিকাদান কার্যক্রম শুরু করার পর থেকে দুপুর পর্যন্ত মোট ১২০ জনকে টিকা দেওয়া হয়েছে। এদের মধ্যে পুরুষ ১০০ জন ও নারী ২০ জন।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২১
এজেডএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।