ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

টিকা নিলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
টিকা নিলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর টিকা নিলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

বান্দরবান: করোনা প্রতিরোধী টিকা (কোভিশিল্ড) নিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সদর হাসপাতালে তিনি টিকার প্রথম ডোজ নেন।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের সিভিল সার্জন ডা.অংসুইপ্রু মারমা বাংলানিউজকে জানান, পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের টিকা নেওয়ার মাধ্যমে বান্দরবানে প্রথম পর্যায়ে করোনার ডোজ দেওয়া কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। টিকা নেওয়ার পর পার্বত্যমন্ত্রী সুস্থ রয়েছেন এবং কোনো ধরনের অসুবিধা হয়নি।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় এ পর্যন্ত ১২০০ ভায়াল করোনার টিকা এসেছে। এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মী, আইন-শৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্মতা, গণমাধ্যমকর্মী ও বেসরাকির কর্মকর্তাদের করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।