ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ঢামেকে শনিবার থেকে দেওয়া হবে সিনোফার্মের টিকা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, জুন ১৯, ২০২১
ঢামেকে শনিবার থেকে দেওয়া হবে সিনোফার্মের টিকা 

ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) শনিবার (১৯ জুন) থেকে চীনের উপহারের সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হবে। তবে এই টিকা পাবেন ঢামেক ও নার্সিংয়ের শিক্ষার্থীরা।

 

শুক্রবার (১৮ জুন) রাতে ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, শনিবার সকালে জরুরি বিভাগের নিচে আন্ডারগ্রাউন্ডে চীনের উপহারের সিনোফার্মের টিকার প্রথম ডোজ দেওয়ার কার্যক্রম শুরু করা হবে। তবে প্রথমে ঢামেকের শিক্ষার্থী এবং পরে ধারাবাহিকভাবে নার্সিংয়ের শিক্ষার্থীদের দেওয়া হবে।

তিনি আরো বলেন, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেই নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের শনিবার থেকেই এই টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে। হাসপাতালে দ্বিতীয় ডোজ টিকা দেওয়ার কাজ অব্যাহত ছিল। পাশাপাশি সকাল থেকে চীনের উপহারের টিকাগুলো দেওয়া শুরু হবে।

এই টিকার প্রথম ডোজের সঙ্গে দ্বিতীয় ডোজের ব্যবধান নির্ধারণ করা হয়েছে চার সপ্তাহ।

বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, জুন ১৯, ২০২১
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।