ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

বাগেরহাটে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, শনাক্ত ৫৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, জুন ২২, ২০২১
বাগেরহাটে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু, শনাক্ত ৫৬ প্রতীকী ছবি

বাগেরহাট: বাগেরহাটে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১১২ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশে।  

এ পর্যন্ত বাগেরহাটে করোনা আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৯২ এবং মারা গেছে ৭০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৪০ জন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৭৮১ জন।  

মঙ্গলবার (২২ জুন) দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এ তথ্য জানিয়েছেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাটে গেল ২৪ ঘণ্টায় ১১২ জনের নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সেই হিসেবে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশে। গেল কয়েক দিনের থেকে এই হার অনেক বেশি। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি।
 
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুন ২২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।