ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

খুলনার দুই হাসপাতালে করোনায় আরও ৯ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, জুন ২৬, ২০২১
খুলনার দুই হাসপাতালে করোনায় আরও ৯ জনের মৃত্যু

খুলনা: খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও নয়জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে সাতজন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছে।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে কারো মৃত্যু হয়নি।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালে রেড জোনে সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ভর্তি হয়েছেন ২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন। আর আইসিইউতে রয়েছেন ১৯ জন। খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৫৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

গাজী মেডিক্যালের মালিক গাজী মিজানুর রহমান জানান, গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে দু’জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- যশোরের কেশবপুরের ভরতবায়না এলাকার জিয়াউর রহমান (৪২) ও মনিরামপুরের রামপুর এলাকার মো. ইহসাক সানা (৮০)। এ হাসপাতালে ৯৪ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে আইসিইউতে সাতজন ও এইচডিইউতে সাতজন।

অপরদিকে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর ঘটনা ঘটেনি। গেল ২৪ ঘণ্টায় আরও পাঁচজন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন। সর্বশেষ চিকিৎসাধীন রয়েছেন ৬৬ জন রোগী।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, জুন ২৬, ২০২১
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।