খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ২৪ ঘণ্টার ব্যবধানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় নতুন করে আরও ৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
বুধবার (০৭ জুলাই) সকাল ১০টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার ভুইয়াপাড়ার নিজ বাড়িতে মারা যান করোনায় আক্রান্ত জামিনা খাতুন (৮০)।
এ নিয়ে জেলায় মোট ১০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন। করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের।
মৃত জামিনা খাতুন মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের ভুইয়াপাড়া এলাকার মৃত নুর মিয়া সর্দারের স্ত্রী। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় কবরস্থানে ওই বৃদ্ধার দাফনের উদ্যোগ নিয়েছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।
গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৪৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে চলতি মাসে মোট ২৪৯ জনের করোনা শনাক্ত হলো। সব মিলিয়ে শনাক্তের সংখ্যা ১ হাজার ৪০৯ জন।
গত ২৪ ঘণ্টায় ৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৪৪.৩৩ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে খাগড়াছড়ি সদরে ১৭ জন, মাটিরাঙ্গায় ১৭ জন, মানিকছড়িতে ২ জন, পানছড়িতে ২ জন এবং দিঘীনালায় ৫ জন রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২১
এডি/এমজেএফ