ঢাকা: ‘বাংলাদেশে টিকার যৌথ উৎপাদনের জন্য প্রস্তুত চীন। সরকার অনুমতি দিলেই বাংলাদেশে চীন টিকা উৎপাদন শুরু করবে’।
সোমবার (১২ জুলাই) এক ওয়েবিনারে ঢাকায় নিযুক্ত চীনের ডেপুটি চীফ অব মিশন হুয়ালং ইয়ান এ কথা বলেন।
চীনা কম্যুনিস্ট পার্টির শত বছরপূর্তিতে আয়োজিত এক ওয়েবিনারে ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান বলেন, চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে চীন থেকে আরো ৫০ লাখ টিকা আসবে বলে আমরা আশা করছি। বাংলাদেশ সরকারের চাহিদা অনুযায়ী আমরা টিকা দিতে পারবো।
সোমবার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালুমনাই এই ওয়েবিনারের আয়োজন করে।
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
টিআর/এএটি