ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

করোনায় ও উপসর্গে রামেকে আরো ১৯ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
করোনায় ও উপসর্গে রামেকে আরো ১৯ জনের মৃত্যু

রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৬ জন, নাটোর, নওগাঁ ও পাবনা জেলায় ৩ জন করে, চাঁপাইনবাবগঞ্জে ২ জন এবং বগুড়া ও সিরাজগঞ্জে একজন করে রয়েছেন।

 

মৃতদের মধ্যে ৮ জন করোনা পজিটিভ, ১০ জন উপসর্গ নিয়ে মারা যান এবং নেগেটিভ হওয়ার পরও মারা গেছেন আরও ১ জন।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৩ জন ও সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৬ হন । এনিয়ে ৪৫৪ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৫০৪ জন।  

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৬৯টি নমুনা পরীক্ষায় ১৫৮ জনের করোনা পজিটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৬৯শতাংশ। নওগাঁয় ২৪৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ৮৫ জন। শনাক্তের হার ৩৪.৯৮ শতাংশ।

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।