সাতক্ষীরা: করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় এক তরুণ সাংবাদিকসহ নয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলাটিতে করোনায় আক্রান্ত হয়ে ৭৮ জন ও করোনার উপসর্গ নিয়ে ৪৩২ জনের মৃত্যু হলো।
মৃতদের মধ্যে সাংবাদিকের নাম সদরুল কাদির শাওন। তিনি ভোরের পাতার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে, একই সময়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে ৪৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। যদিও করোনা আক্রান্তের এই পরিসংখ্যান সাতক্ষীরার প্রকৃত তথ্য উপস্থাপন করে না। কারণ সাতক্ষীরা হাসপাতালের পিসিআর ল্যাবে পার্শ্ববর্তী যশোর, নড়াইল, মাগুরাসহ কয়েকটি জেলার নমুনা পরীক্ষা করা হচ্ছে।
মঙ্গলবার (১৩ জুলাই) সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
এসআরএস