মৌলভীবাজার: সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) মৌলভীবাজার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এ তথ্য জানান।
তিনি বলেন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ১৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬ দশমিক ২ শতাংশ। বুধবার (১৪ জুলাই) এই হার ৩০ দশমিক ৬ শতাংশ ছিল, সেই তুলনায় একদিনের ব্যবধানে সংক্রমণ বেড়েছে। ২৪ ঘণ্টায় ৮১ জন সুস্থ হলেও মৃত্যুবরণ করেননি কেউ।
নতুন শনাক্ত ৯১ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ৩ জন, রাজনগরে ২১ জন, কমলগঞ্জে ৬ জন, বড়লেখায় ২৩ জন, কুলাউড়ায় ১০ জন, শ্রীমঙ্গলে ৯ জন, জুড়ীতে ১৯ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ৩ হাজার ৯৪১ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিকে সুস্থ হওয়া ৮১ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালের ১৩ জন, জুড়ীর ৩৪ জন, শ্রীমঙ্গলের ১৭ জন, কুলাউড়ায় ১৭ জন। এতে জেলায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫৩ জন।
জেলায় এখন পর্যন্ত ৪২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ২ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ৩ এবং সদর হাসপাতালের ২৩ জন রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ১৫ জুলাই, ২০২১
বিবিবি/কেএআর