খুলনা: প্রাণঘাতী করোনায় মৃত্যুর হার খুলনায় উদ্বেগজনক হারে বেড়ে চলছিল। সেখান থেকে গত ২৪ ঘণ্টায় অনেকটা কমে এসেছে মৃত্যুর সংখ্যা।
মারা যাওয়া ১৩ জনের মধ্যে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে সাতজন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুইজন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) খুলনায় ১৯ জনের মৃত্যু হয়। শুক্রবার (৯ জুলাই) ২৭ জনের মৃত্যু হয়েছিল। যা ছিলো এ পর্যন্ত খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জন ও উপসর্গ নিয়ে ৩ জন মিলে মোট সাতজনের মৃত্যু হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন, খুলনার বটিয়াঘাটার আশিষ গোলদার (৫৫), পাইকগাছার ইউসুফ আলী (৬০), নগরীর শিরোমনি এলাকার আ. মালেক (৭৫) এবং সাতক্ষীলার তালার ইসমাঈল হোসেন (৬১)।
জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বাংলানিউজকে জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে খুলনার রূপসার জলিল মীর (৬৫) ও যশোরের অভয়নগরের নিত্যানন্দ সরকার (৭৮) নামের ২ রোগী মারা গেছেন।
বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনার ৩ রোগী মারা গেছেন। তারা হলেন- নগরীর সোনাডাঙ্গার মোহাম্মদ নগরের কাজী আব্দুল সাত্তার (৭৭), মিয়াপাড়া মেইন রোডের চাদ সুলতানা (৭১) ও ফারাজীপাড়ার নাসিমা খাতুন (৪৭)।
শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ফোকাল পারসন ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নড়াইলের ইকবাল হোসেন (৫৮) নামের এক রোগী মারা যান।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০২১
এমআরএম/ওএইচ/