ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

টিকা কেন্দ্র, না করোনার হাট!

মাহবুবুর রহমান মুন্না, ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
টিকা কেন্দ্র, না করোনার হাট!

খুলনা: একে অন্যের গায়ের সঙ্গে গা ঘেঁষে দাঁড়িয়ে আছেন ঘণ্টার পর ঘণ্টা। রোদে ঘেমে সবার অবস্থা কাহিল।

অনেকের মুখে নেই মাস্ক। আর থাকলেও তা থুতনিতে বা কানে ঝুলছে।

শনিবার (১৭ জুলাই) সকাল ১০টার দিকে খুলনা জেনারেল হাসপাতালের (সদর) টিকা কেন্দ্রে করোনা ভাইরাসের টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে। ভোর থেকেই হাজারও মানুষের দীর্ঘ লাইন পড়ে এ কেন্দ্রে। সেখানে নেই শারীরীক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা।

টিকা গ্রহিতার সঙ্গেও এসেছেন অনেকের স্বজন। টিকা নিতে মানুষের এই ভিড়ে স্বাস্থ্যবিধি পুরোপুরি উপেক্ষিত।  

খোদ খুলনা সিভিল সার্জনের কার্যালয়ের পাশে এভাবে স্বাস্থ্যবিধি না মেনে টিকে নিতে আসা মানুষের জটলা দেখে অনেকেই মন্তব্য করছেন এটা তো টিকা কেন্দ্র নয়, যেন করোনার হাট।

স্বজনকে নিয়ে টিকা কেন্দ্র আসা আহসান কামরুল বলেন, করোনার হাট বসেছে খুলনা সদর হাসপাতালে। সকাল ৯টা থেকে করোনা ভ্যাকসিন নিতে আসা মানুষের ঢল হাসপাতালের সামনে। এভাবে যদি চলতে থাকে তাহলে সেদিন আর বেশি দূরে নাই, যখন প্রতিটি ঘরে ঘরে করোনা রোগী থাকবে।  
টিকা কেন্দ্র বাড়ানোর দাবি জানান কেন্দ্রে আসা টিকা গ্রহিতারা।  

খুলনা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বাংলানিউজকে বলেন, টিকা নিতে আসা মানুষের উপচেপড়া ভিড় সামলাতে জেলা প্রশাসকের কাছে পুলিশ চেয়েছি। পুলিশ পেলে এই অবস্থার পরিবর্তন হবে।  

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
এমআরএম/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।