রাজশাহী: মহামারি করোনা সংক্রমণ রোধে রাজশাহী বিভাগে করোনার টিকাদান কর্মসূচি চলছে। শনিবার (১৭ জুলাই) টিকা পেয়েছেন মোট ১৮ হাজার ৮৪৩ জন।
টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ১০ হাজার ৩২৪ জন ও নারী আট হাজার ৫১৯ জন। রাজশাহী জেলায় টিকা গ্রহণ করেছেন এক হাজার ৫৮৪ জন। এদের মধ্যে পুরুষ ৮৬৯ জন ও নারী ৭১৫ জন।
চাঁপাইনবাবগঞ্জে এক হাজার ১৫ জন পুরুষ ও ৭৪৪ জন নারী টিকা নিয়েছেন। নাটোরে এক হাজার ৬৯৮ জন, নওগাঁয় ২ হাজার ৬০৪ জন, পাবনায় ৪ হাজার ৭২ জন, সিরাজগঞ্জে ২ হাজার ৭ জন, বগুড়ায় ৪ হাজার ৫৮ জন, জয়পুরহাটে ১ হাজার ৬১ জন টিকা পেয়েছেন।
রাজশাহী সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বাংলানিউজকে জানান, সারা দেশের মতো রাজশাহীতেও গণটিকা কার্যক্রম চলছে। রাজশাহীসহ দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় মডার্না আর জেলা-উপজেলায় দেওয়া হচ্ছে সিনোফার্মের টিকা। টিকা নেওয়ার অগ্রাধিকায় তালিকায় যুক্ত হয়েছেন কৃষক, শ্রমিক ও আইনজীবীরা।
এদিকে, টিকা নেওয়ার বয়সসীমা ৪০ থেকে কমিয়ে ৩৫ বছর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, জুলাই ১৭, ২০২১
এসএস/এসই/এসআইএস