ঢাকা: শ্রমজীবী হকার ও রিক্সাচালকদের মাঝে কোভিড ১৯ (করোনা) ভ্যাকসিনের টিকা কার্ড বিতরণ করা হয়েছে।
শনিবার (জুলাই ১৭) বিকেলে পল্টনে হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের ভোজন্য হোটেলের সামনে সমাবেশের মাধ্যমে নিবন্ধন করা শ্রমজীবীদের মাঝে এ টিকা কার্ড বিতরণ করা হয়।
এর আগে বাংলাদেশ হকার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে ১৫ দিন ধরে কোভিড ১৯ ভ্যাকসিনের নিবন্ধন কার্যক্রম চালানো হয়।
সমাবেশ শেষে শতাধিক হকার, ছোট দোকানদার ও রিক্সা চালকদের মাঝে বিনামূল্যে টিকা কার্ড বিতরণ করা হয়।
সমাবেশে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক আবুল। সভাপতিত্ব করেন বাংলাদেশ হকার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মুর্শিকুল ইসলাম শিমুল। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকার শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রিয় নেতা মো. আজিজুল ইসলাম, মো ওসমান, মো. গোলাপ ও হানিফ।
বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
আরকেআর/এসআইএস