ঢাকা: ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনে করোনা ইউনিটে মহসিন (৪৮) নামে করোনায় আক্রান্ত এক রোগী মারা গেছেন। তবে মৃত ব্যক্তির স্বজনদের খুঁজে পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার (১৮ জুলাই) দুপুরের দিকে করোনা ইউনিটে ৮০১ নম্বর ওয়ার্ডের ২১ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় মহসিন মারা যান। শনিবার বিকেলে দুজন তাকে হাসপাতালে ভর্তি করেন। ভর্তির পর তাদের আর পাওয়া যায়নি।
নতুন ভবনের ওয়ার্ড মাস্টার রিয়াজ জানান, গতকাল বিকেলে ফারুক নামে এক ব্যক্তিসহ দুজন ওই রোগীকে করোনা ইউনিটে ভর্তি করেন। ভর্তির সময় রোগী করোনায় আক্রান্ত বলে কর্তব্যরত চিকিৎসককে কাগজপত্র দেখান ওই দুই ব্যক্তি। দ্রুত রোগীকে ভর্তি করে নেন চিকিৎসকরা। পরে নতুন ভবনে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে সেই রোগী মারা যান।
ওয়ার্ড মাস্টার আরও জানান, রোগীকে ভর্তির পরপরই ওই দুই জনকে হাসপাতালে আর পাওয়া যায়নি। হাসপাতালে ভর্তির ফাইলে ফারুকের নম্বর দেওয়া আছে। সেই নম্বরে যোগাযোগ করা হলে সেটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, নতুন ভবনের করোনা ইউনিটে এক রোগী মারা গেছেন। মৃত্যুর পর তার স্বজনদের কোনো খোঁজ পাচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের ফাইলে দেখা যায়, মৃত ব্যক্তির নাম মহসিন। বর্তমান ঠিকানা লেখা আছে মিরপুরের দারুসসালাম। রোগীর বাহক লেখা আছে ফারুক।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুলাই ১৮, ২০২১
এজেডএস/এমজেএফ