ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

ডেঙ্গু জ্বরে আক্রান্ত বেড়ে ১ হাজার ৮০৩, মৃত্যু ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
ডেঙ্গু জ্বরে আক্রান্ত বেড়ে ১ হাজার ৮০৩, মৃত্যু ৩ ...

ঢাকা: এমনিতেই করোনা সংকটে দেশ। তার উপরে ভয়াবহ রুপ নিচ্ছে ডেঙ্গু জ্বর।

প্রতিদিন রোগী বাড়তে শুরু করেছে ঢাকাসহ সারাদেশে।

চলতি বছরের জানুয়ারি থেকে সোমাবর (২৬ জুলাই) পযর্ন্ত মোট ১ হাজার ৮০২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে তিন জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জুলাই) স্বাস্থ্য তথ্য ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়ার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তবে একই সময়ে ১ হাজার ৩১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১২৩ জন রোগী আক্রান্ত হয়েছেন ডেঙ্গু জ্বরে। ১২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ঢাকার বাইরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মাত্র ৩ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৪৬৮ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ৪৬০ জন রোগী ভর্তি তবে ঢাকার বাইরে ভর্তি মাত্র ৮ জন রোগী।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, জুলাই ২৬, ২০২১
এমআইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।