বগুড়া: বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। জেলায় দুই হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও দুজন।
শুক্রবার (০৬ আগস্ট) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক।
তিনি জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলার মোট ২৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৫২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এছাড়া জিন এক্সপার্ট মেশিনে ১০ নমুনায় ২ জন, এন্টিজেন পরীক্ষায় ১৮২ জনের মধ্যে ২৬ জন, বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৩৯টি নমুনার মধ্যে ১২ জনসহ মোট ৯৫ জনের পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে বগুড়ায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৪৮৫ জনে দাঁড়ালো।
আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ হাজার ৬৩০ জন। এছাড়া নতুন ১৩ জনসহ মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৬০২ জনে এবং বর্তমানে করোনা আক্রান্ত চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ২৫৩ জন।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২১
কেইউএ/এমজেএফ