ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

পটুয়াখালীতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে টিকাকেন্দ্রে ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০২১
পটুয়াখালীতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে টিকাকেন্দ্রে ভিড়

পটুয়াখালী: সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে পটুয়াখালীর ইউনিয়ন পর্যায়ে কোভিট-১৯ এর টিকাদান কার্যক্রমের প্রতিটি কেন্দ্রে টিকা গ্রহীতাদের ভিড় লক্ষ্য করা গেছে।

শনিবার (৭ আগস্ট) সকাল ১০টায় জেলার ৭৫টি ইউনিয়ন ও ৫টি পৌরসভায় একটি করে কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম শুরু হয়।

সকালে পটুয়াখালী পৌরসভা কেন্দ্রে কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ। এছাড়াও সকালে জেলার বিভিন্ন টিকা কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।

এদিকে প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষের আলাদা আলাদা ৩টি করে বুথের মাধ্যমে ৬শ জনকে এ টিকা প্রদান করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রের জন্য ৩জন পরির্দশক, ৬জন করে স্বাস্থ্যকর্মী ও ৯জন স্বেচ্ছোসেবী কাজ করছেন। প্রাথমিক পর্যায়ে আজ একদিনের জন্য জেলার ৪৮ হাজার মানুষকে এ টিকা প্রদান করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।