ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে বিভাগে আরও ৬ মৃত্যু, শনাক্ত ৩৫২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০২১
সিলেটে বিভাগে আরও ৬ মৃত্যু, শনাক্ত ৩৫২

সিলেট: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫২ জন।



শনিবার (৭ আগস্ট) সিলেটের স্বাস্থ্য অধিদফতরের পরিচালক হিমাংশু লাল রায়ের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ছয় জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া করোনায় আক্রান্ত ৩৫২ জনের মধ্যে রয়েছেন সিলেট জেলায় ১৮২ জন, সুনামগঞ্জে ৩৭ জন, হবিগঞ্জে ৯৯ জন ও মৌলভীবাজারে ৩৪ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মোট মৃত্যু হয়েছে ৭৮১ জনের। এর মধ্যে রয়েছেন সিলেট জেলার ৫৮৮ জন, সুনামগঞ্জে ৫৫ জন, হবিগঞ্জে ৩৮ জন, মৌলভীবাজারে ৬২ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সিলেটের চার জেলার আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। গত বছরের মার্চ থেকে এখন পর্যন্ত বিভাগটিতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৫৭১ জন। বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২ হাজার ৫৮৭ জন।

বর্তমানে বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি রয়েছেন ৪৯৮ জন। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ৩৬২ জন, সুনামগঞ্জে ৬০ জন, হবিগঞ্জে ৪৮ জন ও মৌলভীবাজারে ২৮ জন।

এছাড়া বিভাগের চার জেলার আরও ২৯৪ জন রোগী ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। এদের মধ্যে রয়েছেন করোনা পজিটিভ ১৫৯ জন। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২৫ জন ও আইসিইউতে ১০ জন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২১
এনইউ/জেডএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।