ঢাকা: শুরু হয়েছে করোনা ভাইরাসের গণটিকা কার্যক্রম। রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে এসব টিকা দেওয়া হয়।
শনিবার (৭ আগস্ট) রাজধানীর আজিমপুর এলাকা ঘুরে দেখা যায়, সকাল থেকেই টিকা নেওয়ার জন্য কেন্দ্রগুলোতে ভিড় করেন অনেকে। ২৫ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়ার কথা থাকলেও ১৮ বছরের বেশি বয়সীরাও কেন্দ্রে হাজির হন।
আজিমপুরে সিটি করপোরেশন কর্মকর্তার কার্যালয় ঘুরে দেখা যায়, এখানে মডার্নার প্রথম ডোজ টিকা দেওয়া হচ্ছে। দীর্ঘ লাইন ধরে মানুষজন টিকা নিচ্ছেন। টিকা নিতে কেন্দ্রে রয়েছে মানুষের ভিড়। সবাই চেষ্টা করেন সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মেনে টিকা নেওয়ার।
স্বাভাবিকভাবে কোনো ঝামেলা ছাড়াই টিকা নিতে পারায় সন্তোষ প্রকাশ করেছেন এ এলাকার বাসিন্দারা। তারা জানান, সুষ্ঠু পরিবেশে করোনার টিকা নেওয়ায় এমন সুযোগ পেয়ে তারা খুশি।
গণটিকা দেওয়া সম্পর্কে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এ ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক জানান, প্রথম দিন এ ওয়ার্ডে ৩০০ জনকে টিকা দেওয়া হয়েছে। বীর মুক্তিযোদ্ধা, বয়স্ক ও নারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে। এছাড়া সবাই যেন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে টিকা নিতে পারেন সেই বিষয়টিও লক্ষ্য রাখা হচ্ছে।
করোনা ভাইরাস প্রতিরোধে শনিবার থেকে দেশের ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে গণটিকা কার্যক্রম। আগামী ১২ আগস্ট পর্যন্ত সারা দেশে ক্যাম্পেইন চালিয়ে ৩২ লাখ মানুষকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে। ছয় দিনে পর্যায়ক্রমে টিকা পাবেন গ্রাম, শহর ও দুর্গম এলাকার মানুষরা।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২১
এইচএমএস/আরবি