ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে একদিনে টিকা নিলেন ৮১ হাজার মানুষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১১ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
সিলেটে  একদিনে টিকা নিলেন ৮১ হাজার মানুষ সিলেটে করোনার টিকা নিলেন ৮১ হাজার মানুষ

সিলেট: ভোটের আমেজকেও হার মানিয়েছে সিলেটে করোনা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন। উদ্বোধনী দিনে টিকা নিতে মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ।

এতদিন অনলাইনে রেজিস্ট্রেশন বিড়ম্বনায় পিছিয়ে থাকা সাধারণ লোকজন টিকা নিতে প্রতিটি কেন্দ্রে হুমড়ি খেয়ে পড়েন।

শনিবার (৭ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নগরীর ২৭টি ওয়ার্ড ও ১৩ উপজেলায় ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের আওতায় ৮১ হাজার ৪২১ জনকে টিকা দেওয়া হয়েছে।  

এদিন মহানগর এলাকার ২৭টি ওয়ার্ডে ২৪ হাজার ৩০০ লক্ষ্যমাত্রার নিয়ে কাজ করেছে সিলেট সিটি করপোরেশন। দিন শেষে ৮১টি কেন্দ্রে ২২ হাজার ৭৫৩ জনকে মডার্নার প্রথম ডোজ দেওয়া হয়েছে। ভ্যাকসিন ক্যাম্পেইনের পাশাপাশি নগরের দুই কেন্দ্রে আরও ৩ হাজার ৯০ জনকে মর্ডানার টিকা দেওয়া হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, তিনদিনে ৬০ হাজার জনকে টিকা দেওয়া হবে বলে ঠিক করেছে সিসিক। এরমধ্যে ২২ হাজার ৭৫৩ জনকে টিকা দেওয়া হয়েছে। ইতোপূর্বে মহানগর এলাকায় এক লাখ ৩ হাজার জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। এরমধ্যে কোভিশিল্ড প্রায় ৬১ হাজার, সিনোফার্মের প্রায় ৫ হাজার এবং মর্ডানার ৩৬ হাজার দেওয়া হয়েছে।  

অন্যদিকে, জেলার ১৩ উপজেলায় ২২২টি বুথে ৫৮ হাজার ৬৮৮ জনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে।

সিলেটের অতিরিক্ত সিভিল সার্জন জন্মেজয় দত্ত বাংলানিউজকে বলেন, উপজেলাগুলোতে ৫৯ হাজার ৩০৯ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল। এর বিপরীতে ৯৮ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে নিয়ে গিয়েই লোকজন টিকা দিতে পেরেছেন।

এদিকে করোনা ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের প্রথম দিনে নগরের বেশ কিছু কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। দিন শেষে সময় অতিক্রান্ত হওয়ায় টিকা না নিয়ে অনেককে বাড়ি ফিরতে হয়েছে।

এরআগে শনিবার সকাল ৯টায় ভার্চ্যুয়ালি সংযুক্ত থেকে নগর এলাকায় করোনা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, করোনার প্রচুর টিকা আসছে। আরও টিকা আসবে। সবাই টিকা পাবেন বলে আশ্বাস দেন তিনি।

বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
এনইউ/এমআরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।