ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

না.গঞ্জে পোশাক শ্রমিকদের টিকাদান শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
না.গঞ্জে পোশাক শ্রমিকদের টিকাদান শুরু

ঢাকা: নারায়ণগঞ্জের আড়াউহাজার উপজেলায় অবস্থিত মিথিলা গ্রুপের কারখানার শ্রমিক ও কর্মচারীদের করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

গাজীপুরে পোশাক শ্রমিকদের করোনা সংক্রমণ টিকা দেওয়ার মাধ্যমে পোশাক ও বস্ত্রশিল্পে শ্রমিকদের জন্য টিকাদান কার্যক্রম শুরু হয়েছে ১৮ জুলাই।

কর্মসূচির দ্বিতীয় দফায় রোববার (৮ আগস্ট) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মিথিলা গ্রুপের কারখানায় কর্মরত শ্রমিকদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।  

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান পোশাক ও বস্ত্রশিল্পের শ্রমিক-কর্মচারীদের করোনার টিকা দেওয়ার কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন।  

তিনি বলেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য পোশাক ও বস্ত্রশিল্পের সব শ্রমিককে যত দ্রুত সম্ভব টিকাদান কার্যক্রমের আওতায় আনার বিকল্প নেই। সব পোশাক ও বস্ত্র কারখানার শ্রমিকদের করোনা প্রতিরোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালনের জন্য আহ্বান জানান ফারুক হাসান।

এ সময় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা ও মিথিলা গ্রুপের চেয়াম্যান আজহার খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
এসই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।