ঢাকা: নারায়ণগঞ্জের আড়াউহাজার উপজেলায় অবস্থিত মিথিলা গ্রুপের কারখানার শ্রমিক ও কর্মচারীদের করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
গাজীপুরে পোশাক শ্রমিকদের করোনা সংক্রমণ টিকা দেওয়ার মাধ্যমে পোশাক ও বস্ত্রশিল্পে শ্রমিকদের জন্য টিকাদান কার্যক্রম শুরু হয়েছে ১৮ জুলাই।
বিজিএমইএ সভাপতি ফারুক হাসান পোশাক ও বস্ত্রশিল্পের শ্রমিক-কর্মচারীদের করোনার টিকা দেওয়ার কর্মসূচিকে স্বাগত জানিয়েছেন।
তিনি বলেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর জন্য পোশাক ও বস্ত্রশিল্পের সব শ্রমিককে যত দ্রুত সম্ভব টিকাদান কার্যক্রমের আওতায় আনার বিকল্প নেই। সব পোশাক ও বস্ত্র কারখানার শ্রমিকদের করোনা প্রতিরোধে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে প্রতিপালনের জন্য আহ্বান জানান ফারুক হাসান।
এ সময় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা আফরোজ ইভা ও মিথিলা গ্রুপের চেয়াম্যান আজহার খান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
এসই/আরবি