ঢাকা: চীনের তৃতীয় দফা উপহারের দশ লাখ করোনা টিকা ঢাকায় আসছে শুক্রবার (১৩ আগস্ট)।
বৃহস্পতিবার (১২ আগস্ট) ঢাকার চীনা দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
চীনের তিয়ানজিন শহরে এ ১০ লাখ টিকা বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। শুক্রবার এ টিকা ঢাকায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দেয় চীন।
এছাড়া চীন থেকে প্রথম দফায় ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা এসেছে। আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরও ২০ লাখ টিকা এসেছে। ৩০ জুলাই আসে আরও ৩০ লাখ টিকা। গত ১০ আগস্ট প্রথম বারের মতো কোভ্যাক্সের আওতায় ১৭ লাখ টিকা আসে চীন থেকে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরও ১৭ লাখ ৭০ টিকা ঢাকায় আসে। সবমিলিয়ে চীন থেকে ১ কোটি ১৫ টিকা ঢাকায় এসেছে।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০২১
টিআর/ওএইচ/