রাজশাহী: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) থেকে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃতদের মধ্যে দুজন করোনা পজিটিভ রোগী ছিলেন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে রোগী মারা গেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৪ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৫৩ জন।
এর আগের দিন বুধবার (৮ সেপ্টেম্বর) রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে জেলার ৩৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩৮ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। রাজশাহীতে বর্তমানে সংক্রমণের হার ১০ দশমিক ৬৭ শতাংশ।
বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০২১
এসএস/আরআইএস