ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

জাপান ইস্ট ওয়েস্ট হাসপাতালে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ল্যাব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
জাপান ইস্ট ওয়েস্ট হাসপাতালে কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ল্যাব

ঢাকা: জাপান ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট ও কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন ল্যাবের উদ্বোধন করা হয়েছে।  

সম্প্রতি রাজধানীর উত্তরায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এটির উদ্বোধন করেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন।

 

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হাসপাতালের চেয়ারম্যান হিরোইউকি কোবায়াশি ও ডেপুটি চেয়ারম্যান হিদেও কোজিমা।  

২০১৬ সালে এ হাসপাতালের যাত্রা শুরু হয়। এরই মধ্যে করোনাকালীন সহস্রাধিক কোভিড রোগীর চিকিৎসা মাধ্যমে দেশের করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বাংলাদেশের চিকিৎসা সংকট মোকাবিলায় ভবিষ্যতে চিকিৎসা কার্যক্রম আরও বাড়ানোর কথাও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।