ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাস্থ্য

সিলেটে করোনায় আরও দুজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
সিলেটে করোনায় আরও দুজনের মৃত্যু

সিলেট: সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৩ জন।

এ নিয়ে গত দেড় বছরে মোট আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ৪২ জন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়য়ের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। তারা সিলেটের বাসিন্দা।

করোনায় আক্রান্ত ৫৩ জনের মধ্যে সিলেট জেলার ১৫ জন, সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ১১ ও মৌলভীবাজারে ১১ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জেলার আরও ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।  

গত দেড় বছরে বিভাগটিতে আক্রান্ত ৫৪ হাজার ৪২ জনের মধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৫৩৯ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২০৯ জন, হবিগঞ্জে ৬ হাজার ৫৮৫ জন, মৌলভীবাজারে ৭ হাজার ৯৭৩ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার জেলার আরও ৪ হাজার ৭৩৬ জনের করোনা আক্রান্ত হন। করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ৪৬ হাজার ৭৩৪ জন।  

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত বছরের এপ্রিল থেকে এ নিয়ে বিভাগে মোট মৃত্যু হয়েছে এক হাজার ১৩২ জনের।  

মঙ্গলবার পর্যন্ত বিভাগে মারা যাওয়াদের মধ্যে সিলেট জেলার ৮২৯ জন, সুনামগঞ্জের ৭২ জন, হবিগঞ্জের ৪৭ জন এবং মৌলভীবাজারের ৭২ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চার জেলার আরও ১১২ জন মারা গেছেন।

এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন ১৩১ জন। এর মধ্যে রয়েছেন সিলেট জেলায় ১০৮ জন, সুনামগঞ্জে ৯ জন, হবিগঞ্জে ৭ জন ও মৌলভীবাজারে ৭ জন।

এছাড়া বিভাগের চার জেলার আরও ১০৩ জন রোগি ওসমানী মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে করোনা পজিটিভ ২৭ জন। উপস্বর্গ নিয়ে ৭১ জন এবং আইসিইউতে রয়েছেন ০৫ জন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২১
এনইউ/জেএইচটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।